কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার সরকারি তিনটি প্রেস (গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস ও সরকার নিরাপত্তা মুদ্রণালয়) থেকে এসব ব্যালট পেপার বিতরণ করা হচ্ছে।<br /><br />নির্বাচন কমিশনের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান পাটোয়ারী জানান, প্রথমদিনে ২২টি জেলার ব্যালট পেপার বিতরণ করা হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পঞ্চগড়, খুলনা, বাগেরহাট, রাজবাড়ি, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারিপুর, ফরিদপুর ও গাজীপুর।বাকি ৪২টি জেলার ব্যালট পেপার বিতরণের কাজ আজই (বুধবার) শেষ হবে।<br />ব্যালট পেপার বিতরণের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে রিটার্নিং কর্মকর্তাদের প্রতিনিধিরা অথরাইজেশন লেটার নিয়ে আমাদের কাছে আসলে আসনভেদে ব্যালট পেপার বুঝিয়ে দেয়া হচ্ছে।<br />সরেজমিন তেজগাঁওয়ের সরকারি তিনটি প্রেস ঘুরে দেখা গেছে, প্রেসের প্রবেশদ্বার ও আশেপাশে পুলিশ ও বিজিবির সদস্যরা অবস্থান করছেন। কে আসছেন আর কে যাচ্ছেন তা সতর্কতার সাথে খেয়াল করছেন তারা। সরকারি এ প্রেস তিনটির বাইরের রাস্তায় অসংখ্য ট্রাক দাঁড়িয়ে। প্রেস থেকে ব্যালট পেপারের বান্ডিল বের করে ট্রাকে তুলে রওনা হবেন।<br /><br />রংপুর থেকে নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তাদের সাথে এসেছেন সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম। তিনি জানান, রংপুরের ৬টি আসনের ১টি (রংপুর ৩) আসনে ইভিএমে ভোট হবে। এটি ছাড়া বাকি ৫ আসনের ব্যালট পেপার তিনি নিয়ে যাবেন।<br /><br />নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি।<br />#jagonews